অস্ত্র যখন জমা দিয়ে এসেছ
ট্রেনিং? ভুলে গেছ তাও!
শব্দের বারুদ তবে তুলে নাও।
বুকের মধ্যে দিয়াশলাইয়ের একটি
কাঠিও কি রাখনাই অবশিষ্ট?
ক্ষোভে পিষ্ট জ্বালাময়ী ভাষাও
তবে ভুলেছ?
হৃদয়ের আগুন কি তবে
নিভে গেল স্বৈরাচারী বাতাসে?
দুঃশ্চিন্তায় দগ্ধ চৈত্রের খরার ত্রাসে
তবে ফেটে চৌচির হল কি
মুক্তির চেতনার আকাশ?
জমিন?
সব ধুয়ে ফেল হতাশার নিঃশ্বাস
মুছে ফেল বৈরী অবিশ্বাস
সমস্ত অপশক্তি ধ্বংসের তরে
আর একবার বাঁজাও স্বাধীনতার তীব্র বজ্র বীণ;
শানাও কবি
তোমার সৃষ্টির দুধারী নাঙ্গা কবিতার তরবারি;
জ্বালাও শুদ্ধতার অভিযান চালাও
কবিতার আগুন জ্বালাও সবখানে
সবপ্রাণে আজ;পারো কবি যত তাড়াতাড়ি।