ইচ্ছেরা চলে গেছে আজ
মরা চাঁদের তরল অন্ধকারের নিচে
মেঘেরা ডুবে গেছে দিগন্তের পিছে
মৃত জোৎস্নারা ওৎপেতে আছে আর
আমাদের কবেকার স্মৃতি জাবর কাটে
অলস কবিতার পঙক্তির আড়ালে।


কেউ হাত বাড়ালে
ছুুঁঁয়ে দেখতে পারে বিরহের চোয়ালে
কষ্টের দুই সাড়ি দাঁত বিচ্ছি্রি আঘাত
হানে কেমন অনুভুতির শিরশিরির দেয়ালে
তবু তোমার মরা হৃদয়ের কাছে জানি নেই আমার প্রেমের কোন দাম।


বেখেয়ালে তোমার জীবনের ঠোঙায় হঠাৎ    কেন যে ভরেছিলাম আমার কবিতার এক মুঠো বাদাম!!???