গোলাপীরে ও গোলাপী
এখনও আমার কথা মনে(তে) পড়ে কি?
এখনও আমায় ভেবে ঐ হরিণ চোখে তোর
হঠাৎ জল ঝরে কি? ।।


এই ঘর ঐ ঘর সারা পাড়া ঘুরে
খেলতাম চোর চোর সারাদিন জুড়ে
ফিরতাম খেলা শেষে বেলা পড়ে এলে
যখন)সূর্য্য যেত সাঝ পালকীতে চড়ে ।।
পড়ার ছুঁতোয় দেখা হতো রাতে
মনে কি রে পড়ে তোর সেই চালাকি?...


আম জাম জলপাই কাঠাল পিয়ারা
বাঁদরের মত সব গাছে গাছে চড়া
রেগে গেলে লাল কি হয় চেহারা?
এখনও দেয় কি মনে তোর নাড়া?...


আনমন টান টান ঐ চোখ জোড়া
পুকুড় পাড়েতে বসে জলে ঢিল ছোড়া
পুতুল খেলার সেই দুষ্টুমির আড়ি
অবুঝ প্রেমের ঐ কিছু কমা দাঁড়ি ।।
তার কিছু প্রেম তোর ঐ বুকে বল
আমার জন্য আজও আছে তোলা কি?..