কি এক উদ্বাস্তু আবেগ!
আমার অনিকেত যে শব্দমালারা ভিতু!
নিরাশ্রয়ী হৃদয় আমার কেবল তোমাতেই যে হয়েছে থিতু
তোমাকে ছাড়া আমার এ কবিতার লাস্যময়ীতার যে হেতু
হাস্যময়ীতা কেউ ঠাউরাতে পারে না যে জানি রে আজো
কেউ বোঝে না আমার বোধ আবডালে কেউ তবু যদি খুঁজো
লুকাও কোনো মহৎ সত্যের মহিমার মাধুর্য ও মুহূর্তের কথা
মিশমার হয়ে যায় জীবনের পরম ও হিসেবের যত আদ্রতা
মুছে বায়বীয় কল্পনার মেঘ নির্বাসিত চেতনাবহুল বিব্রত মেদ
খসে পড়ে কা'রো ঘাপটি মারা চটুল শব্দ ভাঁড়ার একে একে
দেখে দেখে শিখে নেই মরে যাওয়া জীবন্ত কবিতার সফেদ!!