আজব দ্যাশে করছি বসবাস
যেখানে যাই,যাকেই পাই
ডেকে ডেকে বলছি ও ভাই,
শব্দ কিসের করছেরে ঠাস ঠাস?
সবাই কেমন ভয়ের চোখে
বলছে আমায় তুমি হে কে?
নতুন মানুষ দেখলে লাগে ত্রাস!
শহর জুড়ে পুলিশ ভরা
অস্র হাতে নজর কড়া
হাটতে গেলই গায়ে ঘ্যাসে
যুদ্ধ যেন চলছে দ্যাশে
শুধুই বার মাস!
দ্রুম দ্রুম,শব্দ,হঠাৎ  
আৎকে উঠে দৌড়ে তফাৎ
পালা এখন জীবন নিয়ে
বাঁচতে যদি চাস!
সেই যে দৌড় দিলাম সোজা
ফেলে মাথার আপন বোঁঝা
হাঁপিয়ে গিয়ে করছি যে হাঁসফাঁস
আজব দ্যাশে করছি বসবাস!