মুনিয়া,
তোমার কথা রেখেছি আমি
জানে তা সারা দুনিয়া ।


বলেছিলে এক রাতে,
আমি ‘কুৎসিত’, তাই
কোনদিন আর দেখি নাই
এই মুখ আয়নাতে ।


কোনদিন আর
শ্যাম্পু,চিরুনী করি না আমি চুলেও
কোনদিন কোন লোশন,ক্রিম
গতরে মাখিনা ভুলেও ।


কয়লা ধুলে ময়লা যায়না
স্বভাব ধুলে অভাব হয়না
জবাব খুলে নবাব কয়না
মন ভরে না শুনিয়া
তোমার কথা রাখবই
তবু মুনিয়া...।