আজ সারারাত এই মাঠে
ঘাসের বিছানায় শু'য়ে রব, দেখব যুবতি
চাঁদ ঝড়াবে জোসনার যৌবনখানি ।


আজ সারারাত ওর ভরা যৌবন
করব উপভোগ আমি; যেমন
উপভোগ করে চকোর আর চকোরিনী ।


পৃথিবীর কোন প্রাণী পায়নি যে স্বাদ
আমি আজ তাই লুটে নেব;
ডুমুরের ডালে এক ধূসর পেঁচা
হবে আমার সঙ্গী ।


আমি আর এই পেঁচা পৃথিবীর
সবরাত জাগি; কতরাতে পান করি
আঁধারের মদ; পৃথিবীর সবপ্রাণী
ঘুমে থাকে; শুধু জাগে এই পেঁচা
আর আমি; তারপর নীল যমুনায় নামি
স্নান করি- ফিরে যাই ঘরে -
রাত শেষে জোসনা ফুরালে ।