আমি হাটি
হাটি হাটি পা পা করে
চলে যাই মেরু থেকে বিষুবের দিকে
পাহাড়ের পাদদেশ হতে চূড়ার দিকে
মেরু ভল্লুকের মত বরফ মারিয়ে ।


হারিয়ে যায় পেছনের
ফেলে আসা দাগ পদ চিহ্ন
ছিন্ন সংসার ছিন্ন প্রেম তার
গলায় জ্বালার এক হার
তারপর আমি ছারখার
হয়ে পুড়ে মরি বারবার


ভস্মের ভিতর থেকে
জেগে উঠে বলি
তোমাকে ভাববাসি তবু
তোমাকে চাই আবার ...


মৃত প্রবালের দেহে গড়ে দ্বীপ
সেখানেই জ্বালিয়ে প্রদীপ
তোমাকেই করি আহবান
আমাকে ভালবেসে যাও
শুধু একবার, শুধু একবার...