হেমন্তের ক্ষেতে ক্ষেতে ঝরে হলুদ ধান
ওড়ে বাদামি পোকা, শালিখেরা ওড়ে
ওড়ে শকুনের ঝাঁক; এই যে অবিরল ওড়া,
এই যে অবিরল ঝরা এইসব চলে
প্রতিদিন; বসে বসে এইসব
দেখি আমি;
ঝরে হলুদ পাতা,ঝরে খয়েরি ডানা
প্রজাপতির; ফরিঙের ডানা ঝরে
ঘাসে আর ঘাসে
ঝরে আরো কত কি যে বার মাসে!
শীতের কুয়াশা ঝরে,রাতের শিশির ঝরে,
আকাশে জোৎস্না ঝরে, ঝরে
তারাগুলো
আর ঝরে পড়ে মেঘ ।
দিনের আলোরা ঝরে,
রাতের আধাঁর ঝরে,
ঝরে জীবনের প্রতিটি দিন, ক্ষণ ও আবেগ ।
এইসব ঝরে যাওয়ার অনেক আগেই
যদি যাই আমি ঝরে; আমার অতৃপ্ত
দু'চোখ এইসব দেখবে কি করে?