বারবার তাড়া আসে
যেন একটা কবিতা লিখি আমি
মুখোশ যেন খুলে দেই
কপোট মানবতাবাদীর
ছদ্মবেশী হিংস্র হায়েনার
ধুরন্ধর ধর্ষকের শয়তানির
আর সাধু সাজা ভন্ডামির ।


মুখে মধু যাদের অথচ অন্তরে বিষ
এমনি চরিত্রের আছে যত খবিশ
এরা যেন ধরা পড়ে কবিতার কাছে
এমন একটা কবিতা লিখিস;
বারবার তাড়া আসে ।


যে কবিতা পড়ে কাঁদবে পাষান
আর চলে যাবে সব ধনবান
দরিদ্র দুঃখী মানুষের পাশে ।
বলবে ভালকে ভালবাসতে শিখি
এমন একটা যেন কবিতা লিখি
বারবার তাড়া আসে  ।
পৃথিবীর যত অন্যায় অত্যাচার
মরছে মানুষ নির্বিচার
মজলুমের উপর করতে প্রহার
জালিমের অস্র যেন
কেঁপে ওঠে ত্রাসে ।
কেঁপে ওঠে হস্ত ঠিকই ।
এমন একটা যেন কবিতা লিখি
বারবার তাড়া আসে ।
বিবেকের থেকে ।