খেঁজুরের রস খেয়ে
স্বাদ নিয়ে চলে যায় বাদুরেরা সব
মনেতে ভয় লাগে না লাগে যেন "নিপা"র প্রাদূর্ভাব!
মৌমাছি ঝাঁকে ঝাঁকে মধু নেয়
শর্ষের ফুলে
আকাশ উপুর হয়ে আছে যেন
কুয়াশার ঝাঁপসা চোখ তুলে।
আমি গরম পিঠার স্বাদ নেই
দাঁতে আর জিভে
সূর্য বিস্বাদ কুঁয়াশায় জ্বলে
আর নিভে।
আমি ডুবে থাকি কবিতার রসে
কম্বল মুড়ে বসে
খেঁজুরের রস খেয়ে মজার বালক
হাসে দুষ্টু জোশে!