হাড়ের ভিতরে কে যেন
বরফের হাতুরি মারে
পৌষের রাতে আমারে!
কীটের মত লুকিয়ে থাকি
মাথা ঢেকে লেপে
টিকটিকিরাও শব্দ করেনা এখন
শীতে কেঁপে কেঁপে।
পিঁপড়েরা ঢুকে গেছে গর্তের কোটরে
করোটির ভেতরে যেমন মগজ থাকে।
শীত নিদ্রায় অর্ধ চেতন সাপ
নেই ব্যাঙের উৎপাত লাফ ঝাঁপ।
রাতের আকাশে জাগে কালপুরুষের
তারা;রোহিণী আর্দ্রা বাণরাজারা।
শীতল রক্তের প্রাণী আমিও বুঝি
নইলে শরীরে কেন তারাদের উষ্ণতা খুঁজি?
একটু গরমেই আবার হাঁপিয়ে উঠি
শীত গ্রীষ্ম ভয় লাগে এই দু'টি।
তবু উপভোগ করি বদলানো হাওয়া
কবিতার সুরে তবু গান গাওয়া।
তবু আসুক চৈত্র আর বৈশাখেরা
স্বাগতম জানিও পৌষ ও মাঘেরা।