তোমাকে দেখার সাধ
মিটিবার নহে মৌসুমি;
যতদিন পুরনো চোখে দেখছি তোমায়
মনে হয় নতুন তুমি।
একবার চাঁদ দেখি পূর্ণিমার রাতে
আবার মিলিয়ে দেখি সে মুখের সাথে
আহা! উজ্জল সোনা মাখা জিতে যাও তুমি;
তোমাকে দেখার সাধ মিটেনা তাই
ওগো মৌসুমি।
তোমাকে দেখতে গিয়ে কতবার
চোখে লাগে ভ্রম;
একি স্বপ্ন! নাকি সত্যি বুঝতে পারিনা প্রিয়তম।
একবার ছুয়ে দেখি পাঁপড়ি ফুলের আবার ছুঁয়ে দেখি পেলব হাতের
কোনটি ফুল, কর হয়ে যায় ভুল
গন্ধরাজ শুঁকি নাকি তোমার চুল!
তোমার দুল নাকি নয়ন তারা ফুল।
তোমাকে দেখি একবার শতবার
সহস্রবার দেখি মুখটি তোমার।
স্বপ্নে স্বপ্ন হয়ে বুকেতে ঘুমি
চিরদিন থেকো প্রিয়া তুমি মৌসুমি।