কোথায় বসন্ত তোমার অলকগুচ্ছে নেই ফুল;
কোথায় নরম হাত থির থির আঁখিপাত ভালবাসা তবে কি গো ভুল ?
মিথ্যে ফাগুন তোমার আগুন দেখিনা তো চোখে;
আকাশ গলে গেছে জোৎস্না নিভে গেছে শোকে।
কোথায় কোকিল ডাকে কুহূ কুহূ নেই কোন রব;
কোথায় বাসন্তিকা সখীরা পালিয়ে গেছে সব!
আমি ও সরে যাব পশ্চিমে সুর্যের সাথে
আমি ও হারিয়ে যাব কোন এক আমানিশা রাতে।