কলমের চাকু হাতে কবি
কবিতার মূর্তি বানায়;
শব্দের কাঁদা মাটি নিয়ে চলে গবেষণা।
কলমে ছাঁটে কবিতার শরীর
কাগজের 'পর চলে ঘষামাঁজা।
জোৎস্নার গন্ধ মাখে পরতে পরতে
ফুলের পাঁপড়ি দিয়ে দু'চোখ সাঁজায়
আসমানি নীল রঙে কবিতার দেহখানি জড়িয়ে ফেলে
পাখির চঞ্চুতে আঁকে কবিতার ঠোঁট;
মেঘের চুল গড়ে পর্বত পিঠে।
ঝর্ণার শব্দে গড়ে হাসি
কুঁয়াশা বর্ষা শিশিরে গড়ে আবহ
ঘাস ফড়িঙের ডানা নেড়ে
বলে ভালবাসি....