ভাঙা ভাঙা ভাবনাগুলো
দাঁড়াতে চায় ঠ্যাং ভাঙা শালিকের মতো;
বিকলাঙ্গ ইচ্ছেরা ডানা ছেঁড়া ফড়িঙের মতো।
আধো আধো কাঁদো কাঁদো শব্দেরা
জড়ো হয়ে কবিতার লাইনে দাঁড়ায় সবে!
আর তার ছেঁড়া বেহালার মতো বেসুরো ভাবনারা জেদ ধরে কবিতা হবে!
আমি বলি থামো থামো আরেকটু
গুছিয়ে এসো তবে।
এলোমেলো কল্পনা তবু বলে কবি হয়ে আমাদের তুমি ভালবাসবে কবে?
আমার দু'হাতের আঙুলে আদরে নেড়ে নেড়ে ওদের শত সান্ত্বনা দেই;
ছেঁড়া কাটা ভাঙা ভাঙা আধো আধো ভাব তোমরা যে হারিয়ে ফেলো খেই।
উড়ে যাও চঞ্চলা চপলা কল্পনা ধরতে
তোমাকে যাই যেই!
সেই আধখানা সাধখানা ঝুলে থাকে
হৃদয়ের কাঁধে;
কবিতার কষ্ট এসে দু'হাতে আমাকে বাঁধে!!