মুখ থুবরে পড়া কবিতার ভাষা
বড্ড পানসে আর তিতকুটে
চারিদিকে নষ্ট কীটের কামড়
পথভ্রষ্ট যুবকের ওৎপাতা ।


মগজ ধোলাই করা বাণী
বাজছে ভাঙা রেকর্ড
চিরাচরিত শান্তনার সুর
পোঁকা খাওয়া কবিতার খাতা ।


সবাই নাকি এক হবে
ওরে মুখে তুলছে ফেনা!
বেলা শেষে সবাই যাচ্ছে
যে যার পথেই তুলে মাথা!!


চলছে মিথ্যার বেশাতি আর
চলছে ছলচাতুরীর লীলাখেলা
রঙিন চশমায় দেখছি দুনিয়া
বলব কাকে এ ব্যাথা?