বুকের চাপটা বেড়ে গেছে আবার
মাথার ভিতর টনটন করে ওঠে ব্যাথা
ঝাঁপসা লাগে উঠোনের দেবদারু গাছ।


বিস্বাদ জীবন মেহগনির বিচির মত
বেখাপ্পা সময় বড্ড ক্লান্তিকর
কবিতায় বদহজম গানে অরুচি
বেঢপ ঢেঁকুর ওঠে ছন্দের ভেতর।


জানলার গরাদে আটকে আছে
তোমার হাতের আঙুল
ঘরের চালে শিউরে ওঠে কার
উৎকট হাসি!


বৃষ্টির শব্দে আজ প্রহসন জাগে
তোমার ভালবাসায় জং ধরেছে
আর প্রেম সে তো বাসি।


অন্ধকারও অট্র হাসে হাসি
বিদ্রুপ করে ঘরের চার দেয়াল
কেউ যেন নেই আজকে
আমার পাশে,
তুমি তো এখনও এলে না
বলে গেলে যে আসি?