হৃদয়ের কোটরে বাস করা বিমূর্ত ইচ্ছার স্তুপ থেকে
কয়েকটি ডানা মেলে প্রজাপতি হতে চায় মুহূর্তের ভিতর;
আমার করতলে উড়ে এসে বসতে চায় তোমার শাড়ির ঘ্রাণ।
কয়েকটি শব্দ কবিতার সারি থেকে স্বাধীন হয়ে পুনশ্চঃ
তোমারি বিমুক্ত কেশে আটকে থাকে বিমুগ্ধ হয়ে!


বিরল ভাবনার বিন্দুগুলো পরিণত হয়ে ওঠে অবাক
অবিনাশি সত্তার দেহে তোমার কাছে জমা রাখি আমি
আমার অনুক্ত আবেদনে মোড়া প্রেম।


আমার বিশ্বাস খুঁড়ে বের করে আনো তোমার শান্তি
আমার আবেগ ছিঁড়ে খুলে আনো তোমার অশ্রু ফোটা
আমার হৃদয় জুড়ে কেবলি তোমার হাহাকার।


আমার ইচ্ছেরা আজ প্রোজ্জ্বল তোমার চোখে
আমার চাওয়া পাওয়া আজ তোমারি আলোকে
পথ খুঁজে পায় বারবার।