হঠাৎ ভুলে যদি যাও প্রিয় আমারে মনে করিতে
হঠাৎ খুলে যদি নাও প্রিয় এ বন্ধন হৃদয় হ'তে
শিউলি ঝরা রাতের সব স্মৃতি যদি মুছে দাও
তবে আমার কবিতার খাতাখানি জমা রেখ
শরদিন্দুর কাছে।


গানের পান্ডুলিপি তুলে রেখ দূর ঐ আকাশের 'পর
আমার কথামালা মুছে দিও প্রিয় আর আবৃত্তির স্বর
যখন শুনবে দূরে করুন সুরে বাঁজায় কে যেন বাঁশি
যখন বলবে কেউ হঠাৎ ''তোমায় আমি ভালবাসি''
আমার পুরনো প্রেম জমা রেখ শিউলির কাছে।


নতুন স্বপ্নেরা তোমাকে এসে যদি পুলকিত করে
নতুন কথামালা যদি প্রিয় তোমার মনে খুব ধরে
পুরনো কবিতা নয় নতুন কবিতা যদি তোমাকে
প্রেয়সী বানায়...
আমার কবিতা তবে জমা রেখ নীল যমুনায়।