বুকের ভেতর একেকটা অভিমান খচখচ করে ওঠে
বালির মতো;
চোঁখের ভেতর জমাট বাঁধে হিম অশ্রু কষ্টের
বরফ পাথর।
শিশির ভেজা ভোরের টাটকা স্বপ্ন গলে যায়
বালিশের গায়ে;
তোমার কুয়াশা মাখা ঝাঁপসা মুখ ঝলসে দেয়
না পাওয়ার আগুন!
আমার শেষ কথা ভুলে যাও সুন্দরতম রাতে
হয়তো চলে গেছে চাঁদ এক বিষাদ প্রভাতে।