ভাবতে গেলেই মাথা ঝিম ঝিম করে
আজকাল কবিতার ভেতর তাই
ঢুকতে চাই না আর
অনেক কষ্টে যদি বা ঢুকি বেরুতে পারি না ছাই!
আজকাল পথ ভোলা হয়ে গেছি আমি যাই-
যাই বলে থেকে যাই তবু আসি বলে আসি না আর!
কবিতার গলিপথ ছাপিয়ে মনে ভাসে তার
জানালার চৌকাঠ নাই শুধু গরাদে রাখা চোখ
কঙ্কাল ঘর দাঁড়িয়ে আছে চার
এখন আর ভাবি না আমি কার...?