খুঁজেছি অনেক তাকে বহুদিন বহু জায়গায়
অনেক ভীড়ের মাঝে হঠাৎ দেখেছি সে যায়!
বুঝেছি সে নয় তারই মতন হয়তো বা কেউ
সোনা মাখা সেই সোনা মুখ নয় সে মায়ার ঢেউ;
গিয়েছি নদীর মোহনার কাছে নিরিবিলি আমি
বলেছি এখানে আসতো যে মেয়ে তাকে দেখ কি ?
উদোম হাওয়ায় চুল যার উড়ে ছিল উত্তুরে বায়
একদিন ভরা দুপুরের স্নান শেষে ভেজা পায়
আঁচল চুইয়ে পড়েছিল যার টুপ টুপ পানি
দেখে বুঝতাম মাটিতে পায়ের ভেঁজা দাগ খানি ;
গিয়েছি খুঁজতে আরও সান বাঁধা সেই পুকুরটায়
গিয়েছি বকুল তলে ঝরা ফুল পড়ে আছে হায়!
কুড়াতে আসে না আর সেই মেয়ে যাকে আমি বহু
বহুদিন আগে হারিয়েছি এই ফুলতলী গাঁয়;
আজ তাকে কেন কোথাও পাইনা আর আমি খুঁজে?
কোথায় লুকিয়ে আছে সে কোথায় চোখ দুটো বুঁজে?
ভুলে গেছে মেয়ে মনে আর পড়ে না তো এ আমাকে
এই হাতে ছুঁয়ে কুন্তল দাম এক দিন তাকে,
দু'চোখ জাপটে ধরে সুুধালাম 'বলতো আমি কে?'
হেসে বলল সে জানি 'কবি তুমি' চিনেছি তোমাকে!
হারিয়েছি যাকে বহু দিন আগে জোৎস্না মাখাতো  
সেই মেয়ে প্রতি পুর্ণিমা এলে তার সুগন্ধি গা
কিছুতেই তাকে কখনই আমি ভুলতে পারি না।