মনে রেখ যখন চলে যাব দুরে,
অনেক দুরে নির্জন পথ,
যখন তোমার হাতে নেই হাত,
এ পথ ফেরেনি - স্থির সময়।


মনে রেখ যখন আমার দিন ফুরোয় না
ফুরোয় না রাত,
অনেক পরিকল্পনা আর আশা ভবিষ্যত,
মনে রেখ তবু।


নানান ঝামেলায় যদি ভুলে যাও,
ফের মনে এলে দুঃখ করোনা,
ভুলে যাওয়াটাই স্বাভাবিক,
আমি ছিলাম চিন্তার একটি কণা।


ভাল হয় অনেক পরে যদি
কখনও মনে পরে যায়,
তখন তোমার চোখে শিশির,
ঠোটের কোনে হাসি।


(২৩ অক্টোবর ২০১৪, ব্যাংক কলোনী, সাভার)