অন্ধকারে, আমি এসেছিলাম
- আজ রাতে
আমি খুঁজে পেয়েছিলাম
- আলোর পথ


লেইস এর ছদ্মবেশে, আমার চামড়ায় প্রতিফলন
বাতাসের অনুকুলে, আমি শুনি
সিল্ক আর সোনা দিয়ে মোড়ানো মসৃণ ত্বক,
আকস্মাৎ হাটু মুড়ে বসি আমি
কৃতজ্ঞ চিত্তে আমার বাতাসে অনুসরণ,
অযত্ন অবহেলায় নিজেকে খুঁজে পাই
প্রতিটি মুহুর্ত, পাই কামোন্মাদ অনুভুতি,
কাম শিহরণে রত,
ফিস ফিস করে আমায় আহ্বান করে,


এক স্বাধীন যাত্রা,
- আজ রাতে।


(২৩শে অক্টোবর, শ্যামলী, ঢাকা।)