ধর্ম আমাকে বলতে বলে
কিন্তু ধার্মিকদের ভয়ে আমি বলতে ভয় পাই।
মাঝে মাঝে মনে হয়
বলয় ভেঙ্গে বেরিয়ে আসি,
অদম্য আক্রোশে কঠোর চোয়াল - মুষ্ঠিবদ্ধ হাত।
অবিশ্বাসি কয়জনকে শত্রু বলতে বলেন তারা,
শত্রু ভিন্ন মতে বিশ্বাসীরা।
অভিজিৎ, সুজয়, অরিন্দম, মার্টিন
আমার পরম সুহৃদ।
সন্দীপ দের বাসায় প্রতিদিন যেতাম,
মাসীমার হাতের মজার মজার জলখাবার...
মামুন অবিশ্বাসী বন্ধু আমার
সুদুর দ্বীপদেশে...
কতদিন তোকে দেখিনা?
আমি ধর্মভীরু
কিন্তু আজও ধার্মিক হতে পারলাম না,
অভিজিৎ, সুজয়, অরিন্দম, মার্টিন, মামুনকে
কখনও শত্রু মনে হয়নি আমার।
(২৭শে ফেব্রুয়ারী ২০১৫)