সুখে থাকলেই কিলায় ভুতে
ভুত নাই বলে দুনিয়ায়,
তবুও রাইতে বিলাই নাচে
কয় বাবা তুই আয়রে আয়!

বিলাইর কথা শুইনা চাচায়
দিলো লুঙ্গী খুইলা দৌঁড়,
বিলাই কইলো চাচা হালা
চাচী দেখলে কইবো চোর।

তবুও চাচা খিইচ্চা দৌঁড়ায়
পিছন দিকে ফিরে না,
বিলাই লুঙ্গী হাতে পিছে
চাচারে তো ছাড়ে না।

চাচা কইলো "ছাড় রে বাবা!
লুঙ্গী নিয়া ক্ষমা কর,"
বিলাই কইলো বুড়া হালা
ছিঁড়া লুঙ্গী তুই-ই ধর।

লুঙ্গী পাইয়া চাচায় দিলো
মাথায় নিয়া লুঙ্গী ডেন্স,
এইটা দেইখা বিলাই খুশি
কইলো চাচা তোমায় থ্যাংকস।