দক্ষিণ ঘেঁষিয়া ছিল মোদের ক্ষুদ্রালয়
শতকষ্টে, সুখে-দুঃখে সব শান্তিময়।
উদ্যানে বসিয়া কত স্বপ্ন হেরিতাম
চিত্তমাঝারে এক স্বপ্নজগৎ গড়িতাম।


প্রকান্ড বটবৃক্ষ এক দাড়ায়ে উত্তরে
পত্র নাই পুষ্প নাই ছিল শিকড় ধরে।
কত ঝড় কত ঝঞ্ঝা সহিয়াছ বারে বারে
তবুও দাড়ায়ে ছিলে মুখ তুলে অম্বরে।


কোথায় হারায়ে গেল ক্ষুদ্রচিত্ত হতে
সেই ক্ষুদ্রগৃহখানি আদি প্রকৃতিতে।
ক্ষুদ্রালয় ভাঙিয়া গড়িল অট্টালিকা
বদ্ধ প্রকৃতিতে আজ আমি বড় একা।


বটটিও চলিয়া গেল আরও একদিনে
বাল্যসঙ্গী তাঁরাই ছিল আজ হয় মনে।
বৃহৎ পৃথিবীতে আর ক্ষুদ্র নহি আমি
মনে হয় বাল্যস্মৃতি সব হতে দামী।।


(কবিতাটি আমার তেরো বছর বয়সের রচনা, অবিকৃতভাবে কপি করা হল এখানে।)