বিস্তম্ভ বিদায়ের মুল্য যে জানে সখা
   ঘুমায়মান অন্ধকারে
    আখিদ্বয়ে প্রদ্বীপ ফেলে
  সৃষ্টির তরে বাকায়ে লাঠি
অদৃশ্যপানে ছুটে সদা ৷


নগ্ন করিয়া অবাদ মস্তক
   পাপিষ্ট নামে ছাড়িয়া বস্ত্র
     তৃষ্ণার তরে স্রষ্টার ধ্বনি
   ক্ষুদার্থে কাটায় দিন রজনি ৷


মুল্যে মোরা অসীম জ্ঞানী
মাথা গুজার তরে খাট-পালংকী
  অসীম কাল থাকতে হবে যেথায়
  তাহার মুল্য কি অর্ধসরশী ?
   খরিদের তরে কানরে সখা বিদায়ও নীড়
  সেই সাড়ে তিন হাত মাটি ৷