গলাধঃকরণ পানীয়ের যুগে     
     নাহি আছে সেই কেতলিখানি,         
   যদিবা কতক জুটিবে বারে    
    ভাতের স্বাদ মোর রুটিতে নাহি নিভে ৷   


    উড়ায়ওমান যন্ত্র যেথায়     
    করিছে সদাই রাজত্বমারী        
   ধুলোয় নাহি পরে চরণখানি           
  উন্মাদনায় তবুও খুজি          
আদিক্য ভরা মেষের গাড়ী ৷    


   ছন্দ মূলে ফাটল ধরিয়া      
   গজাইয়েছে কতক ঝাড়ি ঝুড়ি,    
        গ্রন্থবারে উড়িছে টাক্য      
  রবীন্দ্র নজরুলের শিহরণী আঁকা    
       ডিজিটাল বাংলার মাঝেও       
  তারুণ্য আদি আমি ৷