শিশির ভেজা ঝরা পাতা দুখের কথা গায়
শিশির তুমি আমার বুকে এলেই কেন হায়
ছিলাম যখন তরুশাখে, স্নিগ্ধ সবুজ গায়ে মেখে
উড়তেছিলাম বায়ু বেগে, প্রবল ঝঞ্ঝা বায়
তখন তুমি কোথায় ছিলে, কোন সে দুরের গাঁয়
আমার তখন যৌবনকাল, সর্বসময় উথাল পাথাল
খেলার সাথি আর পাতারা লহর তুলে যায়
তখন তুমি কোথায় ছিলে, কোন সে দুরের গাঁয়
হয়ত বা তুমি পাশেই ছিলে, দেখি নাই কভু নয়ন তুলে
অপ্রয়োজনেতে মিত্র তোমায় দেখিনু অবজ্ঞায়
এখন আমি নিঃসঙ্গ, সবাই দেখে আমার রঙ্গ
হাল্কা হাওয়া আমায় নিয়ে এদিক সেদিক ধায়
রিক্ত আমি আশ্রয় খুঁজি, অন্তিম ক্ষণ দূর নেই বুঝি
শুষ্কতা আসে ধীরে ধীরে, আমি মরি যে যন্ত্রণায়
লুটিয়ে বেড়াই তরুতলে আজ, শুকনো বৃন্ত, নেই কোন কাজ
পিষ্ট দলিত হব শীঘ্রই, নিবাস যে রাস্তায়
জীবন গিয়েছে ছুটিয়া বন্ধু, আছি প্রান সন্ধ্যায়
বড়ো দেরি করে শিশির তুমি বুকে এলে আজ হায়।