কিছুদিন আগে আসরে এডমিন মহোদয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন - "আড্ডা" বিভাগটি রাখার প্রয়োজনীয়তা আছে কিনা জানতে চেয়ে। উত্তরে বেশীর ভাগই বিভাগটি রাখার কথাই বলেছিলেন - আমিও বলেছি তাই। কিন্তু এখনও দেখছি বিভাগটি তেমনভাবে পাঠক ও লেখকগণ কাজে লাগাচ্ছেন না। যদি উক্ত বিভাগটি এমনভাবে রাখা হয় - যেমন কবিতা বা আলোচনা বিভাগে আমরা লেখা পোষ্ট করি, তেমনই "আড্ডা" বিভাগে নির্ধারিত বিষয়ের উপর পোষ্ট দিলাম - তারপর উক্ত বিষয়ের উপর যুক্তিতর্ক অর্থাৎ পক্ষে বা বিপক্ষে যুক্তি সম্মত আলাপচারিতা চলতে থাকবে, অবশ্যই বিবাদ/ মনোমালিন্যকে গৌণ রেখেই। মুখ্য হয়ে উঠবে নির্ধারিত কাব্য ভাবনার উপর যুক্তিতর্ক - যাহাতে আড্ডার আসর বেশ জমে যাবে এবং শুধুমাত্র আলাপচারিতার জন্য থাকবে "বিবিধ"। অর্থাৎ "আড্ডা" বিভাগটিতে Click করলে দু'টি Sub Section দেখা যাবে - (1) যুক্তিতর্ক - যেখানে পোষ্ট দিতে পারবো এবং মতের পক্ষে/ বিপক্ষে আলাপচারিতা করতে পারবো, আর (2) বিবিধ - যেখানে শুধু সাধারণ আলাপচারিতা করতে পারবো। তাহলে আমার মনে হয় এই বিভাগের কার্যকারিতা বৃদ্ধি পাবেই। উক্তি বিষয়টি একবার ভেবে দেখার অনুরোধ রাখলাম এডমিনসহ সকল কবি, লেখক ও পাঠকবর্গের প্রতি। ধন্যবাদান্তে -


≠==========================≠


যদি আমার মতের সাথে আপনাদের মত মিলে যায় আসুন আড্ডা মারি অর্থাৎ বিষয় - "সভার মতে কাব্য বিনোদনের মাধ্যম হতে পারে না"
আপনার যুক্তি দিন - পক্ষে / বিপক্ষে
আসুন খেলি, শিখি, জানি, আড্ডা মারি।


এইভাবে উৎকর্ষতা বাড়বে - আশা রাখি।


========================


আজকের আড্ডার উত্তরে আমার সামান্য কিছু কথা -
পক্ষে: কাব্য সমাজ দর্শন - সুখ-দুঃখ, আশা-নিরাশা, শিক্ষা-সভ্যতা ও আদর্শের প্রতিফলন তথা বিনোদন হতে পারে না।
বিপক্ষে: কাব্য মানুষকে যেমন ভাবায়, শেখায়, কাঁদায়, চেতনার উন্মেষ ঘটায় তেমনই কাব্য মানুষকে হাসায়, কাহিনী কাব্য নিয়ে চলচিত্র তৈরী করে বিনোদন লাভ করতেও পারি।
আপনারাও আপনাদের কথা অর্থাৎ পক্ষে / বিপক্ষে যুক্তি দিয়ে আড্ডা দিতে পারেন আজ ও আগামী দিনে।