"হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে"
- এই কথাই শুধু বলতে পারি
পরিচিত ও অপরিচিতের আপ্যায়নে
ভাল-মন্দের ভেদাভেদ না রেখে
যেটা বুঝি সেটা হল গোলামি আর
নিজের পেট ভরতে উচ্ছিষ্ট গ্রহণ,
তবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা
সেটা এতদিনে হাড়ে হাড়ে বুঝে গেছি
কিন্তু ওই যে, শুধু শেখানো বুলি আওড়াই
নিজের কথা বলতে ভুলে গেছি অনেক দিন
যেদিন থেকে কাঁচা লঙ্কায় ঝাল অনুভব করি না
খাই কেবল শুকনো ছোলা ভাজা আর জল,
আমি এক খাঁচায় বন্দী ছোট্ট ময়না পাখি
কথাগুলি আমার মনের, মুখের নয় গো!