আর একটুও সময় নেওয়া যাবে না
যা করার আজই করা চাই-ই-চাই,
এই কথা আমাকে তাড়া করে বেড়ায়
তাই এগিয়ে চলেছি সেই পথে, হঠাৎ খবর -
"পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ান"।
কারা পিছিয়ে পড়া মানুষ?
তাদের পরিচয় কি?
কেনই বা দাঁড়াতে হবে তাদের পাশে?
দেশের সরকারও আছেন নাকি তাদের পাশে!
যারা খুবই গরিব, যাদের বাসস্থান নেই
নেই তেমন শিক্ষাগত যোগ্যতা,
যাদের মাথা গোঁজার ঠাঁই থাকলেও
আছে খাদ্যের অভাব, নেই পরিধান
অথবা সংসারে সাতের মধ্যে একের আয়ই শেষ কথা,
তাদের পাশে দাঁড়ান, বাড়িয়ে দিন সাহায্যের হাত।
এইখানে জনান্তিকে বলে রাখাই ভালো -
পিছিয়ে পড়া মানুষ তারাই
যারা না খেয়ে, না বুঝে, লবডঙ্কার সরণি বেয়ে
সরকারকে গদি দখল করতে সাহায্য করেছেন তারা নয়,
যারা পুঁজিবাদী, যারা বাহাদুরকে তেল দিয়েছে তারাই -
তাদের পাশে একটু দাঁড়ান, আখের গুছিয়ে নিতে।
আর একটুও সময় নেই, আজ থেকেই লেগে পড়ুন
মিউচুয়াল লাইফ কে না চায় বলুন তো!