একটা বিষ পিঁপড়ে মানুষকে দংশন করে ঢালে বিষ
একটা মানুষ আর একটা জীবকে কামড়ে ঢালে গরল-
দুটোই বিষ, একটি লঘু অপরটি গুরু, পার্থক্য স্বভাবে
কেউ চায় অপরকে মারতে আবার কেউ বা চায় মরতে !