হে পুরুষ -
আমি এক সাধারণ মেয়ে
অতিব সাধারণ,
স্বামী সন্তান সংসার
রাঁধা আর খাওয়া
খাওয়া আর রাঁধা
স্বপ্ন সুখে বাঁধা।


নঙর বাঁধা এখানে
দরিয়ার তুফান উঠলে
কাছিতে টান পড়লে
হাল ছাড়লে চলে না,
পালের হাওয়া যখন
দূরে আমি তখন।


নারী মহিয়সী
নারী জাগৃতি
নারী কিংবদন্তি
কথার ফুলঝুরি,
নারী ধৈর্য্য
নারী ভোজ্য
সমূলে সত‍্য।


একটু ভালোবাসা
একটু আশ্রয়
একটু বিশ্বাস
এটুকুই চাওয়া
এর বেশি নয়,
অথচ তোমরা
বাঁধতে পারো
কাঁদাতে পারো
মানাতেও পারো
শুধু মানতে পারো না
নারী স্বাধীনতা!