ওঁরা দু'জন দুই দেশের নাগরিক
মেয়েটির নাম হল "বাংলা"
আর ছেলেটি "ইংরেজি"
ছেলেটি নিজ দেশ ছেড়ে
পরদেশে এসে প্রেমে পড়ে
আর তারপর শুভ পরিণয়
সমস্ত ঘটনা সমাজ দেখল-জানল
মেনে নিয়ে বরণ করল তাদের
থেকে গেল এই সোনার বাংলায়,
বছর দু'য়েক কেটে যাওয়ার পর
একটি সন্তানের জন্ম দিল ওঁরা
লোকে তার নাম রাখল "বাংরেজি"
শিশুটির কথা-বার্তা, চাল-চলন
রীতি-নীতি, পোশাক-আশাক, ভাষাচর্চা
সবটাই প্রাচ্য ও পাশ্চাত্যের স্বভাবে
আদর্শচ্যুত হয়ে বিগড়ে যেতে লাগল
সে কারণে কেউই ওকে মানতে পারল না
তাকে নিয়ে শুরু হল উভয়ের বিবাদ -
তারপর একদিন ছাড়াছাড়ি হল ওঁদের
ইংরেজি তার দেশে ফিরে চলে গেল
কিন্তু বাংলা মা সন্তান রাখল আগলে
শিশুটির নবজন্ম চাইল তার জন্মদাত্রী
পিতৃ পরিচয়হীন জারজ সন্তান নয়
মাতৃ পরিচয়ে অভিষিক্ত "বঙ্গেশ্বর",
আপনারা কি এখনও স্বীকার করবেন না
এটা পুরুষ শাসিত সমাজের অবক্ষয় -
নয়কি এটা মাতৃতান্ত্রিক দেশের ঐশ্বর্য!