এখনই জ্বলে উঠবে আগুন
শীতের তীব্রতা যাবে দূরে
ক্লান্তিহীন পথ চলা শুরু
ঝরাপাতা গাইবে রাগীনি
বাতাসের কান্না বাজাবে বাঁশি
তবুও চাতক বলে ভালোবাসি।


প্রাণের যত কথা
মনের যত ব‍্যথা
দুখের পরে বাতি
সুখের সাথে মাতি
বাঁধন ছেড়ে চলি
খেলবো আজ হোলি।


ফাগুয়ায় লাগল রঙ
স্মৃতির দুয়ার খুলে
পরাণে আজ জাগল ঢেউ
বুঝি তীরে ভীড়ল কেউ
পথ ও পথিক হল আপন
আবীর রঙে রাঙল মন।
*************