আজকাল বৃষ্টি পড়ে, সৃষ্টি হয় কই
পেটের উপকারে, চিনি ছাড়া টক দই।
কাঁচা লঙ্কায় কমেছে ঝাল, মাচাতে শুই
রুগীর পথ্য আদা বাটার ঝোল, সাথে রুই।
বেঁচে থাকার মজা, ডাক্তারবাবু জানে
ঔষধ আর ফীজ যায়, রোজের গানে।
রজনীগন্ধার সুবাস এখন হয়েছে বাসি,
ঘরে ঘরে কাগজের ফুল তাই রাশি রাশি!


"নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে...."


সবুজের অভিযান দেখি দেওয়ালেতে রঙ,
দেশের সেবায় আছেন যারা মস্ত বড় সঙ।
ছন্নছাড়ার দল আজও ছোটে গোল্লাছুটে -
মরছে মাথা কুটে, স্বপ্ন তাদের গেছে টুটে।
ধোঁয়ায় ঢাকা চারিধার, নেশায় মত্ত মানুষ
এই সুযোগে শাসন চুলোয়, খাচ্ছে কেউ ঘুষ।
দিনের কালো রাতের আলো, গাইছে দেখ গান -
তাই শুনে খোকন নাচে, বাড়ে দেশের মান!


"আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে....."