এক টুকরো কাগজে লিখেছিলাম কিছু কথা
আজ সে চিরকুট গেছে কোথায় হারিয়ে
হয়তোবা নিক্ষিপ্ত হয়েছে কোন জলস্রোতে,
সব কথা যাবে কালের গতিতে মুছে
নয়তোবা ছিন্নভিন্ন হয়ে যাবে হারিয়ে,
আমিও যাব কিছু সময় পর'
নিয়ে যাব তোমাদের দেওয়া উপহার
প্রেম-প্রীতি আর ভালোবাসা,
যত অপমান-ঘৃণা ও দ্বেষ
ভাসিয়ে দিলাম ওই গঙ্গার জলে,
যাক, যা গেছে তা যাক -
থাক, যা আছে তা থাক,
স্বপ্নের বীজ থেকে অঙ্কুরিত হোক
নতুন দিনের রঙীন স্বপ্নময় শব্দ
কালির অক্ষরে আসুক বিপ্লব!