(জীবনমুখী গীতিকবিতা)


যদি প্রশ্ন রাখি, মিলবে কি তার উত্তর...?
দেখো দিকে দিকে রক্তমাখা মানুষের দেহ
বল, কারা ওরা...? বলবে কি তোমরা কেহ...?


উদ্যাম-উচ্ছ্বাস আর উদ্দীপনায় ভেসে
চলেছিল যারা গুটি গুটি পায়ে হেঁটে
দেখেছিল নতুন স্বপ্ন, ছিল তাদের চোখে
ওরা যাযাবর..., ওরা জনতার মাঝে ঈশ্বর!


যদি প্রশ্ন রাখি, মিলবে কি তার উত্তর...?
দেখো দিকে দিকে রক্তমাখা মানুষের দেহ
বল, মারলো কারা...? কি লাভ ওদের হল...?


ওরা শয়তান, ওরা পাপাচারী, মুখোশ মানুষ কেহ
মায়ের বুকের দুধ নয়, ভাইয়ের রক্তপানেই লেহ
পথভ্রষ্ট...দিকভ্রান্ত, হাহাকার মিছিলে ওরা ছিল
পৃথিবীর বুকে রক্তবীজের ঝাড়, ওরা অভিশাপ জেনো!


দেখো, পথ গেছে কোন সে সুদূরপারে
এসো মিলি আমরা সবাই সকলের তরে
মুছে ফোলো রক্তের দাগ, বুঝে নাও রক্তের দাম
তবে হোক জাগরণ..., রাম ও রহিম সমান।


যদি প্রশ্ন রাখি, কেন মিলবে না তার উত্তর...!
জেনো সব আছে ভাই, কিছু হারাবার নাই
কুঁড়ি থেকে ফুল ফোটে আজও তাই!