ছেঁড়া কাঁথায় শুয়ে দেখেছিলাম স্বপন
পেয়েছিলাম রাজকোষের চাবিকাঠি তখন,
কিন্তু হায়! রাজকোষ এখন শূন্য
কেবল দেনায় দেনায় পরিপূর্ণ
দেনার বানে যাচ্ছি যখন ভেসে
পেলাম দেখা সরস্বতী আসছে হেসে -
আমি দেবী, দিতে পারি বিদ্যা
ধর্ম কর্ম নয় জেনো মিথ্যা
ধর্ম মেনে কর্ম কর পাবে ফল
মনে রেখো অর্থ নয় - বুদ্ধি বল,
শান্তির জলে ভাঙলো যখন স্বপন
চাবিকাঠি নিলে দেবী, ক্ষুব্ধ এ-মন!