মনের কথা কাকেইবা বলি
আচ্ছা আপনারাই বলুনতো
ভালোকে ভালো আর
খারাপকে খারাপ বলতে পারা
কম সাহসের কথা নয়,
ক'জন সত‍্যিটা বলতে পারে
আর ক'জনইবা সত‍্যটা স্থাপন করতে জানে!
এইযে আপনি আপনার মত ক'রে বাঁচতে চাইছেন -
এতে দোষের কোথায় কি?
কিন্তু অপরের কাছে আপনি স্তাবক মাত্র,
আবার দেখুন গৃহের বধূরা
গৃহ ছেড়ে মাঝেমধ্যে টিভির পর্দায়
আপনি বলছেন - যত ন্যাকামো'
কেন এই বাহুল্যতা ?
আরে বাবা দোষের কোথায়!
অপরদিকে রাজনীতি আর গাজনগীতি
সেও সমান তালে হাঁটছে...
সবাই নাকি দেশের ও দশের ভালো চায়
তথা নিজের ভালো থাকার ব্যবস্থা।
এরই মাঝে আমি যে কি করি
সেটাই ভেবে ভেবে কাল গেল,
ভাবছি এবার ভোটে দাঁড়াব
গায়ে একটা তকমা চাই
নয়তোবা স্ক্যান্ডাল!
কি বলেন - বেশ হবে তাইনা?
অর্থাৎ মাঝামাঝি নয়, ভালো হও -
নয়তোবা মন্দ হলে দোষ কি?