চিকন সবুজ রঙের শাড়িতে তুমি আজও সবুজ
আর আমি শুভ্রকেশী গেরুয়া রঙে তোমার পাশে
অনেক পত্র পাঠের শেষে নায়ক-নায়িকার দেখা
কথা আজ মুখে নয়, শুধু চোখে চোখ।
অপেক্ষার গুরুভার আমিও সইতে পারিনি
তাই তোমার আঁচলে জড়াই আঙুল –
নাই বা হলাম আজ কিছুটা মন্দ!

তোমার সংসার থাক না তেলে-জলে
আমি না হয় খেয়ার মাঝি হলাম
নাই বা দিলে কড়ি –
মনের কথা পড়তে দিলে
মনের মাঝে রইলে তুমি!


ধরে রাখবো এমন সাধ্য নেই
তোমার পরশ মাখবো সংগোপনে
আড়ি থেকে ভাব হল কবে - মনে নেই!


তুমি ধরলে হাত
বাড়িয়ে দিলাম বাহু
সেই থেকে হল আড়ি
বুঝলাম তুমিই নারী!