একটা সুখটান, তারপর তৃপ্তি
একটু তৃপ্তি, তারপর রৌদ্র।
একটা জীবন সবকিছুই
সবকিছুই অন্যের –
পা’য়ে পা’য়ে চলা,
রাতের আকাশে সূর্য
পশ্চিমে ভোর হয়,
কেউ কেউ দেখে
কেউবা দেখে না
আমি দেখি সব!