বাংলা কবিতা ডটকমের সদস্যদের দ্বারা আয়োজন করা হয়েছে - "কবিদের মিলন উৎসব ও সাংস্কৃতিক আড্ডা" আগামী ২৮শে এপ্রিল (১৪ই বৈশাখ) ২০১৮ শনিবার বেলা ১০টা হইতে বৈকাল ৫টা পর্যন্ত। সকল কবি ও শুভানুধ্যায়ীদের সাদর আমন্ত্রণ। পূর্ব ঘোষণা অনুযায়ী ২২শে এপ্রিল হল পাওয়া সম্ভব হয়নি।
স্থান - শহীদ সূ্র্য সেন ভবন, ৪৩২ প্রিন্স আনোয়ার শাহ রোড, কোলকাতা ৭০০০৬৮ (যাদবপুর EDF NURSING HOME এর উল্টো দিকে / তালতলা মাঠের পাশে)। নিকটস্থ রেল স্টেশন যাদবপুর ও নিকটস্থ মেট্রোরেল স্টেশন রবীন্দ্রসরোবর)।
অনুষ্ঠান সুচি -
(১) প্রথমে সমবেত কণ্ঠে ভারতের ও বাংলাদেশের জাতীয় সংগীত উচ্চারণ।
(২) এডমিনের পাঠান শুভেচ্ছা বার্তা পাঠ।
(৩) সভাপতি ও বিশেষ অতিথি বরণ ও ব‍্যাচ পরিধান।
(৪) আলোচনা -
(ক) কবি সম্মেলনের উদ্দেশ্য
(খ) কবিতা কেন লিখি। কবিতার বিবর্তন ও সমাজ জীবনে প্রতিফলন।
(গ) অনুবাদ কবিতা ও আধুনিক কবিতার বিশেষ দিক।
(৫) কবিতা পাঠ
(৬) আবৃত্তি
(৭) সংগীত
(৮) অনুগল্প পাঠ
(৯) শ্রুতি নাটিকা
(১০) বই প্রকাশ ও বই প্রদর্শন এবং হস্তান্তর
(১১) আমন্ত্রিত প্রকাশকের ও প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্য
(১২) সভাপতির ভাষণ ও সমাপ্তি
মূল অনুষ্ঠান সঞ্চালনা (ঘোষক) করবেন কবি বিকাশ দাস মহাশয়।
প্রত‍্যেকেই জানানো যাচ্ছে অনুষ্ঠানের দিন পাঞ্জাবি ও পায়জামা পরিধান করবেন এবং পাঠের জন্য খাতা বা কাগজ ব‍্যবহার করবেন, স্মার্ট ফোন একেবারেই ব‍্যবহার করবেন না। কবিতা পাঠের জন্য সময় অনধিক ৫ মিনিট।  যে কোনরকম যোগাযোগের জন্য নিচে দেওয়া দূরাভাষে যোগাযোগ করবেন।
প্রস্তুতি পর্ব আলোচনায় - সভাপতি মন্ডলীর নাম সিদ্ধান্ত হয় - কবি অজিত কুমার কর, চিত্তরঞ্জন সরকার, পারমিতা ব‍্যানার্জি, অজিতেশ নাগ ও বোদরুল আলম মহাশয় প্রমুখ।


যে সকল কবি ইতিমধ্যেই সম্মতি জানিয়েছেন -
১) মহঃ সানারুল মোমিন , মোবাইল – ৯৫৬৪৫১৬৯৫৯ / ৮০০১৩৫৬৫২৪, মুর্শিদাবাদ
২) সুখেন্দু মাইতি (বিনোদ কবি), মোবাইল – ৭৮১৮৮৫৮০৬১, পশ্চিম মেদিনীপুর
৩) জয়শ্রী কর,  মোবাইল ৯৪৩৪৫১০২৪২, পূর্ব মেদিনীপুর
৪) অজিত কুমার কর, মোবাইল ৯৮০০৭৪৩০৮৬, পূর্ব মেদিনীপুর
৫) রণজিৎ মাইতি,  মোবাইল - 9836587380, কোলকাতা
৬) যাদব চৌধুরী, মোবাইল - ৭৯০৮১২৮২৮৭, উত্তর দিনাজপুর
৭) বিশ্বজিৎ শাসমল, মোবাইল ৯৬১৪২৩৩২৩৮, কোলকাতা
৮) বিবকানন্দ সামন্ত, মোবাইল ৯৮৩৬৭১৯১৪৭, ৮৯১০৮৪৭৩৮৯
৯) রুপক, ৯৮৩০৫২০৭৮৭
১০) দিলীপ চট্টোপাধ্যায় –
১১) অসিত কুমার রায়, 9433574090 কোলকাতা
১২) সুমিত্র দত্ত রায়, ৯৪৩২২২৮৩৮২, কোলকাতা
১৩) বিকাশ দাস, মুম্বাই, ৯৩২৪৭৩৭৪৯৩
১৪) শ্রী সঞ্জয় ৭৯০৮৩৫৭৬৯৪, পশ্চিম মেদিনীপুর
১৫) রঞ্জন গিরি, পূর্ব মেদিনীপুর
১৬) রিঙ্কু রায় –
১৭) মিলেটস –
১৮) লক্ষ্মণ ভাণ্ডারী, নতুন দিল্লী
১৯) নাসিরউদ্দিন তরফদার,  ৯৭৭৫৫৬৯৭৭২ /৭০৪৭৯৬৩২৪৯ নদীয়া
২০) প্রদীপ কুমার রায়, কোলকাতা
২১) সৈকত পাল – ৯৯৩৩৫৯১২৭৪,  পূর্ব মেদিনীপুর
২২) স্বপন গায়েন, ৯৮৩৬৪৮২১৪০, দক্ষিণ ২৪ পরগণা,
২৩) বিশ্বজিৎ খাঁ –
২৪) স্বপন কুমার দাস - কলকাতা / ব্যাঙ্গালোর
২৫) প্রবীর চ্যাটার্জী –
২৬) রীনা বিশ্বাস -9883261528/8981408715 , কোলকাতা
২৭) মৌটুসি মিত্র গুহ –
২৮) বিভূতি দাস – ৮৯০২৬৪৪৪৮৬, কোলকাতা
২৯) সমীর প্রামাণিক – ৮৩৩৬০৩৭৯২৯, কোলকাতা
৩০) দীপঙ্কর বেরা - পূর্ব মেদিনীপুর
৩১) চিত্ত রঞ্জন সরকার – ৯৪৭৫৮৬৪১১৫,
উত্তর ২৪ পরগনা
৩২)পরিতোষ ভৌমিক – ৯৮৬২২৮০৩৮৯ – ত্রিপুরা
৩৩) মনোজ ভৌমিক –৯৮৯৮৬৪৫৭৪২, গুজরাট
৩৪) অর্ণব গরাই – আসানসোল
৩৫) সোমদেব চট্টোপাধ্যায় – ৯৮০০০৫৮২৫৫, কোলকাতা
৩৬) প্রশান্ত কুমার ঘোষ -৯৭৩২৬৯৭১৯৫, পশ্চিম মেদিনীপুর
৩৭) যোগেশ বিশ্বাস – ৯৪৩৭৫৫৮১৫৫, সন্বলপুর
৩৮) শুভ চক্রবর্তী – ৯৮৩১৪৬৩৫৮৮, কোলকাতা
৩৯) লিলি দাস – ৯৪৩৩০০৯৭০৫, কোলকাতা
৪০) প্রভাত ঘোষ – ৯০৩৮৫৭৭৪৬৪, রাণীগঞ্জ
৪১) অর্কপাল দাস – ৯৪৩২২৬৯১১১
৪২) পারমিতা ব্যানার্জী – ৯১৬৩২৩৬৩১৫  হুগলি
৪৩) তমাল ব্যানার্জী 9432233919  হুগলি
৪৪) জয়শ্রী রায় মৈত্র – ৯৪৩৩০২২৫৩২ কোলকাতা
৪৫) দেবদাস মৈত্র – ৯৪৩৩০২২৫৩২ কোলকাতা
৪৬) সৌমেন বন্দ্যোপাধ্যায় – ৯৮৩০৩৪৯৪৭৫, দক্ষিণ ২৪ পরগণা
৪৭) অজিতেশ নাগ - 9903022222
৪৮) বোদরুল আলম  – কোলকাতা
৪৯) মল্লিকা রায় – 9073338682
৫০) তপন দাস – 9564355564
৫১) দেবব্রত সান্যাল - 9830109596
৫২) অনন্ত গোস্বামী - কোলকাতা ৯৮৩০৯৯১৯৩৮
৫৩) অনিরুদ্ধ বুলবুল - ০১৭২৮-৬২৩১৩০
৫৪) কবীর হুমায়ূন  - ০১৭৩৩-৯৯০৯৬৫
৫৫) রুনা লায়লা
৫৬) শ্রীতরুণ
৫৭) অরিন্দম প্রামাণিক - ৯৭৭৫৬২৪৩৪৬
৫৮) সংহিতা -
৫৯) ড. সুজিতকুমার বিশ্বাস, ৯৪৩৪৫৫৩৮২৬, নদীয়া
৬০) প্রবীর দে - ৭০০৩৮০১০৪১ - কোলকাতা
৬১) পার্থ মুখার্জী
৬২) তাপস সরদার - কোলকাতা - 9836953736
৬৩) জয়দেব বিশ্বাস ৭৫০১৫৭৫৬৫৪ - উত্তর ২৪ পরগণা
৬৪) মিমি - কোলকাতা
৬৫) শিবশংকর - দ: ২৪পরগণা, ৯৭৩৫৬৪৭৫৬৮।
৬৬) অরূপ গোস্বামী - পশ্চিম মেদিনীপুর
৬৭) মৌলিক মজুমদার, ত্রিপুরা
৬৮) নিখিল রঞ্জন বিশ্বাস, কোলকাতা, ৮৭৭৭৩২৪২১৭
৬৯) সুদীপ্ততন্তুবায় নীল
৭০) অমিতাভ শূর
* কোন নাম লিখতে বাদ পড়ে গেলে জানাবেন।


অনুষ্ঠানটিকে সুন্দর করতে আপনাদের মতামত চাই।


শুভেচ্ছান্তে -
সৌমেন বন্দ‍্যোপাধ‍্যায়
৯৮৩০৩৪৯৪৭৫
       ও
বিকাশ দাস
৯৩২৪৭৩৭৪৯৩
=========
*** যারা  নিজেদের কবিতা পাঠ করবেন তাদের পরিচয় পত্র, প্রকাশিত নিজের কাব্য সংকলনের বিবরণ দিয়ে ১০০ শব্দের মধ্যে বিকাশ দাসের email id তে word file attachment (নিজের ছবিসহ) করে পাঠান। সঙ্গে একটা নিজের শ্রেষ্ঠ কবিতা (২৫ লাইনের মধ্যে) ৩১ মার্চের মধ্যে পাঠান।
dasbc57@gmail.com
============
বি.দ্র.  নিচের ছবিটি উক্ত হলের।