সমাজে ছেলেরা বিবাহ করেন
আর মেয়েদের বিবাহ দেওয়া হয়,
বর্তমান দিনে উভয়েই কর্মরত
শতকরা চল্লিশ ভাগ এই নিয়মে
বেনিয়মে ষাঠ শতাংশ নারীই,
যদি নিয়মটা বদলে ফেলি
সব নারী কি বিবাহে অরাজি!
আরও একটু বুঝিয়ে বলি -
সংসারে পুরুষ করে রোজগার
আর নারী তার সুষ্ঠ পরিবেশক,
যদিও ভালবাসার বিবাহ অন্য কথা বলে
আবার কথা পাল্টেও ফেলে তাড়াতাড়ি,
নারীরা কি পারেন না বিবাহ করতে
একজন শিক্ষিত সৎ বেকার যুবককে?
মতান্তর থাকাটাই স্বাভাবিক
কিন্তু পুরুষের দোষ কোথায়
যদি তার শিক্ষা ও কর্ম দিয়ে
সংসার ও স্ত্রী'র সাহায্যে আসে,
সংসার তো একে অপরের জন্য
তাহলে বেনিয়মটাই যদি নিয়ম হয়
চাকুরীরতা নারী কি অন্য কথা বলবেন!
               *****