(দিল্লিতে মাত্র আট মাসের কন্যা সন্তান ধর্ষিতা হল)


আমি এখন অন্ধকার সেলের মধ্যে
নৃশংসভাবে আর এক অপরাধীকে খুন করতে যাওয়ার দায়ে
অর্থাৎ যাকে বলে এটেন্ড-টু-মার্ডার
ওরা আমার হাত-পা গুঁড়িয়ে দিয়েছে,
তবুও তোমার কথা মনে পড়ছে খুব
তুমি আমার ভাবী সন্তানের জননী
একটা অনুরোধের চিঠি লিখছি তোমাকে -
আর কিছুদিন পর তুমি গর্ভের সন্তানকে
দেখাবে পৃথিবীর উজ্জ্বল আলো
হয়তো সেদিনও আমি তোমার পাশে অনুপস্থিত,
যদি পুত্র সন্তান হয় ওর মুখে মধু দিও
আর কন্যা জন্ম দিলে নুন দিও মুখে
জন্মদিন যেন মৃত্যুদিন হয়ে স্মরনীয় হয়!


- বেটি বাঁচাও, বেটি পড়াও
এই স্লোগানে মুখরিত সরকার
- বেটাকো মানাও, নেহিতো থাপ্পড় লাগাও
এই স্লোগানে নিঃশ্চুপ আমাদের বাহাদুর
তাই আট মাসের কন্যা সন্তানও ধর্ষিতা!


আমি তাকে ছাড়িনি...
খুন করতেই গিয়েছিলাম...
পারিনি...! কাপুরুষের পুরুষাঙ্গ নিয়েছি কেটে
অপরাধের সাজা যাই হোক আমার
হে আমার সহধর্মিণী অনুরোধ রেখো
কন্যা সন্তানকে নিজের হাতে নুন দিও
নয়তো নিজেকে ধর্ষিতার মাতা হিসাবে দিও পরিচয়!