আমার মা, যাকে দেখিনি কখনো
জানিনা তার মমতা কত মধুর
কখনো সন্তানের দাবী নিয়ে
কোনো পুরুষ আমাকে গ্রহন করেনি।


যখন নিজে দু'পায়ে দাঁড়াতে শিখলাম
আমি তখন চৈতীবাই'র নাচঘরে –
এখন আমি উনিশে 'পা রেখেছি
সঙ্গীত, নৃত্য, আলাপ-চারিতা, মায়াবিদ্যা
এসব কাজে সিদ্ধহস্ত।
সংগীতের কদর নয়,
কদর্যতায়ই এখানে প্রাধান্য।
আমি মুন্নাবাই --
ওরা নখ দিয়ে ছিঁড়তে চায় আমাকে
ক্ষত-বিক্ষত করে' আরও একটা
অনাথ শিশুর জন্ম দিতে
শুধু পৌরুষত্বের অধিকারে।
সামান্য একটা ভুল, না !
তাহলে কি এভাবেই ..... মেনে নেওয়া .... ।
যে মাটিতে আমার জন্ম, এই দেশ
এই-তো আমার মা --
কেন হবে বারে-বারে ধর্ষিতা ?
আমার শরীরের রস ঢেলে
পঙ্গু করেছি পুরুষের মেরুদন্ড
আগুন লাগিয়েছি জ্বলন্ত চুল্লিতে --
এখন শুধু মৌনতা,
মরার ও মারার দ্বন্দ্বভেদে
এইডস-ই রণসাক্ষী ।


এতো ভুল নয় ! কেন হবে .....?
তাহলে লাগাম দাও তোমাদের বর্বরতার,
নির্লজ্জতার নগ্নতা থেকে বেরিয়ে এসো --
বলো, এদেশ আমার মা,
আমি তোমায় ভালোবাসি।
প্রাণ ভরে বাঁচতে চাই, বাঁচার আনন্দে
যাহা সত্য-সুন্দর ও মধুর
প্রেম-প্রকৃতি ও পুরুষ ।