উ ছবিটো কার গো বটে  ....?
লম্বাপারা সাদা দাড়ি  ..... সাদা চুলের বাহার
ফোটোতে লাগাইছো ফুলের মালা
কপালে দিছো চন্দনের ফোঁটা
কি নাম গো বটে  .....?


কি কইলেন  ..... ও কবিয়াল বটে !
উ চাষ কইরেছেন মনের জমিন  ...
উ সারা  দুনিয়ার রাজা হইচে বটে
লিখ্যা-পড়ি কইরেছেন লিয্যাস
ত বাবু আজ কবিয়ালের জম্মোদিন বটে !


মু রবি বাউড়ী  .... চাষী অছি গো
শুঁকা জমিন কুপাঁই চাষ করি
সোনার ফসল ফলাই খেত-খামারে
তুমাদের ঘরে ঘরে অন্ন যোগাই
বাল-বাচ্চা লিয়ে ক্ষুদা মিটাও তুমরা
মুদের কপালে জুটে খুঁদের ঘন্ট গো!
এ ক্যামন বিচার গো কবিয়াল --
তুমার জম্মোদিনে ফুলের মালাটো
চন্দন, ধূপ-বাতি সকলি জুটে
মুদের কপালে জুটে ছাই গো !
ক্যানে  ..., অচ্ছুত তুমাদের লাগি ?


কবিয়াল ভাবের ফসলে ভরাঁই দিছে
মানুষের মনের সকল খেত-খামার,
মুও ভরাঁই দিথে পারি
ই দুনিয়ার সকল খেত-খামার
দেন না ক্যানে, পুরা জমিন চইষবার ভার  ...!
অপরাধ লিবেন লাই কবিয়াল
বোকা-মুরখ্যু মানুষ মুরা
নাকে-কানে ক্ষত খাই।
'মিঠা-ভাত' কইরেছি তুমার তরে
সোনার ফসল ফলায় গো
তুমি লিবে তো আজ !